ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ফের সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের

২০২৫ জানুয়ারি ২১ ১৭:২৭:৩৭
ফের সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের

ডুয়া নিউজ: গত কয়েকদিন ধরেই সীমান্তে অপতৎপরতা শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আন্তর্জাতিক আইন না মেনে এবার জয়পুরহাটের পাঁচবিবির উচনা ঘুনাপাঠা ২৮১ পিলিয়ার এলাকায় ভারত সীমান্তের কিছু অংশে বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর থেকে সীমান্তের শূন্যরেখার মাত্র ২০ গজ ভেতরে এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে বাঁশ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য চেষ্টা করে বিএসএফ। তখন এলাকাবাসী দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। এরপর বিজিবির হস্তক্ষেপে কাজ বন্ধ রাখে বিএসএফ।

এ বিষয়ে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। এ বিষয়ে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। আশা করছি, পতাকা বৈঠকে সমস্যা সমাধান হবে।’

উল্লেখ্য, এর আগে দেশের বিভিন্ন স্থানে সীমান্তে শূন্যরেখার মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও এলাকাবাসীর সহযোগিতায় এসব নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। যদিও কিছু অঞ্চলে বেড়া দিয়ে সেখানে মদের বোতল ঝুলিয়ে রেখেছে বিএসএফ। এ নিয়ে দুই দেশের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে