ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পারিশ্রমিক না পেয়ে বিদেশি প্লেয়ারের বিসিবির কাছে নালিশ

২০২৫ জানুয়ারি ২১ ১৬:৪৫:৩৯
পারিশ্রমিক না পেয়ে বিদেশি প্লেয়ারের বিসিবির কাছে নালিশ

ডুয়া নিউজ: বিপিএলের প্রতিটি নতুন আসর শুরু হয় একগুচ্ছ আশা এবং আকাঙ্ক্ষার সঙ্গেই, কিন্তু সেগুলি দ্রুত হতাশায় পরিণত হতে বেশি সময় নেয় না। চলমান বিপিএল শুরুর আগেও বিসিবির কর্মকর্তারা এক বড় আয়োজনের স্বপ্ন দেখিয়েছিলেন, যা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হবে। তবে প্রতি বছরই পারিশ্রমিক নিয়ে বিতর্ক দেখা দেয়। এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি। এইবার 'দুর্বার রাজশাহী' ফ্র্যাঞ্চাইজিটি পারিশ্রমিক নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।

বর্তমানে চলমান বিপিএলে নবাগত দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন। এর মধ্যে একজন বিদেশি ক্রিকেটার শ্রীলঙ্কান পেসার লাহিরু সামারাকুন সরাসরি অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে, এখনও তার প্রাপ্য পারিশ্রমিক তিনি পাননি। এ বিষয়ে বিসিবির কাছে তিনি একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন।

দলটির সঙ্গে চুক্তি অনুযায়ী, সামারাকুনের পারিশ্রমিক ছিল ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা)। কিন্তু চলতি বিপিএলে তার প্রথম ম্যাচ খেলার পরও তিনি সেই পারিশ্রমিক পাননি বলে অভিযোগ করেছেন। এর আগে, রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বর্জন করেছিলেন এবং পারিশ্রমিকের বিষয়ে সমস্যা সমাধান না হলে তারা রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স ম্যাচ বয়কটেরও হুমকি দিয়েছিলেন। পরে বিসিবির সঙ্গে আলোচনার পর দলটি জানায় যে, তারা ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করবে।

এছাড়া, গতকাল হঠাৎ করেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক এনামুল হক বিজয়কে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক বানিয়েছে। এর পরেই আজ সামারাকুনের অভিযোগ এসেছে, যা পুরো পরিস্থিতির আরও জটিলতা তৈরি করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে