ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বুদ্ধিজীবী দিবসে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই’র দিনব্যাপী কর্মসূচি

২০২৪ ডিসেম্বর ১০ ১২:২৪:১২
বুদ্ধিজীবী দিবসে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই’র দিনব্যাপী কর্মসূচি

ডুয়া নিউজ : শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে এবং পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করবে বলে সংগঠনের সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ৬টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পুস্পস্তবক অর্পণ করবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করবে।

সকাল সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রধান আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডুয়া যৌথভাবে আলোচনা সভাটির আয়োজন করবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বিশেষ অতিথি হিসাবে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ স্মৃতিফলকে (স্মৃতি চিরন্তন) ও জগন্নাথ হলে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবে ডুয়া।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে