ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

২০২৫ জানুয়ারি ২১ ০০:২৩:২৪
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটেছে, যখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আবার হোয়াইট হাউজে ফিরেছেন।

সোমবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টা) তিনি ও ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেন।

শপথ গ্রহণের পর ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যেখানে তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে, পরিবর্তন শিগগিরই আসবে।

ট্রাম্প জানিয়েছেন, সোমবার থেকেই মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করা হবে।

শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে সাজসাজ রব ছিল এবং পুরো শহর নিরাপত্তা চাদরে ঢাকা ছিল। অনুষ্ঠানটিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২৫ হাজার সদস্য দায়িত্ব পালন করেন। প্রতি ৪ বছর পরপর মার্কিন প্রেসিডেন্টের অভিষেক ফ্রীতে খোলা স্থানে উদযাপিত হয়।

তবে এবারের শীতল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কংগ্রেস ভবনের অভ্যন্তরে অনুষ্ঠিত হয়। সেখানে স্থান সংখ্যা সীমিত হওয়ায়, ২০ হাজার অতিথির জন্য আসন নিশ্চিত করা সম্ভব হয়েছিল। যারা ভেতরে ঢোকার টিকিট পাননি, তারা ন্যাশনাল মলে বড় স্ক্রিনে অনুষ্ঠানটি সরাসরি দেখেন।

শপথের পরে ট্রাম্প ক্যাপিটল থেকে হোয়াইট হাউজে একটি জমকালো প্যারেডের মাধ্যমে যাত্রা করেন। কুচকাওয়াজও আয়োজন করা হয় ট্রাম্পের সম্মানে।

এর আগে ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যান কংগ্রেস ভবনের ভিতরে শপথ নিয়েছিলেন। গ্রোভার ক্লিভল্যান্ডের পর, ১২০ বছরের মধ্যে, ট্রাম্প হলেন প্রথম প্রেসিডেন্ট, যে পরাজয়ের পর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফিরলেন।

বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি নিয়ে আলোচনা চলছিল। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রযুক্তির শীর্ষস্থানীয় শিল্পপতিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ এবং টিকটক প্রধান নির্বাহী শৌ চিউসহ অনেকে ভিআইপি আসনে ছিলেন।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যান্য প্রেসিডেন্টদের স্ত্রীরা সেখানে ছিলেন, তবে মিশেল ওবামা উপস্থিত ছিলেন না। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ হিলারি ক্লিনটন এবং সাম্প্রতিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন।

বিদেশি রাষ্ট্রপ্রধানদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি, তবে ট্রাম্প ইতালি ও হাঙ্গেরির ডানপন্থি নেত্রী জর্জিয়ার মেলোনি ও ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন।

অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না জানানো বিষয়টি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে