ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ২০ ২৩:২৩:৩৭
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

ডুয়া নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

বার্তায় ড. মুহাম্মদ ইউনূস দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য উভয় দেশ একত্রে কাজ করবে। প্রধান উপদেষ্টা ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভ কামনা জানিয়েছেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নেওয়ার জন্য প্রস্তুত আছেন। লক্ষ লক্ষ আমেরিকান টেলিভিশনে ৭৮-বছর বয়সী ট্রাম্পকে হোয়াইট হাউসে নতুন চার বছরের জন্য শপথ নিতে দেখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বর্তমান প্রেসিডেন্ট ৮২ বছর বয়সী জো বাইডেন এক মেয়াদের পর প্রেসিডেন্টের পদ ছাড়ছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে