ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

শিক্ষাজীবন শেষ করতে না পারা ২৯ ছাত্রদল কর্মীর পুনঃভর্তি নিচ্ছে ঢাবি

২০২৫ জানুয়ারি ২০ ২২:০৭:৩৬
শিক্ষাজীবন শেষ করতে না পারা ২৯ ছাত্রদল কর্মীর পুনঃভর্তি নিচ্ছে ঢাবি

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ২০০৭ সালের ওয়ান ইলেভেন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসা বা নির্যাতনের কারণে যারা তাদের শিক্ষাজীবন শেষ করতে পারেননি, তাদের জন্য পুনঃভর্তির সুযোগ প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় গত ২৯ ডিসেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তালিকায় ২৯ জন ছাত্রদল নেতা-কর্মীর নাম রয়েছে, যারা নানা কারণে যথাসময়ে পড়াশোনা শেষ করতে পারেননি। এসব শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পুনরায় ভর্তি হতে চান। তাদের মধ্যে ১৪ জন প্রথম বর্ষ, ১২ জন দ্বিতীয় বর্ষ এবং ৩ জন তৃতীয় বর্ষে ভর্তি হতে ইচ্ছুক। এদের মধ্যে বিভিন্ন অনুষদ তথা, কলা, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, চারুকলা এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা রয়েছেন।

তালিকায় উল্লেখিত ছাত্ররা বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় সদস্য। তাদের মধ্যে:মো: শাকির আহমেদ (পরিসংখ্যান বিভাগ, ২০০৮-৯ শিক্ষাবর্ষ) সজীব মজুমদার (গণিত বিভাগ, ২০০৮-৯ শিক্ষাবর্ষ)মো: ওমর সানি (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ২০০৯-১০ শিক্ষাবর্ষ) সালেহ মো. আদনান (সমাজবিজ্ঞান বিভাগ, ২০০৯-১০ শিক্ষাবর্ষ) এসএম দিদারুল ইসলাম (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২০১০-১১ শিক্ষাবর্ষ)মো. এমরান আলী (পুষ্টি ও খাদ্য বিদ্যা ইনস্টিটিউট, ২০০৮-০৯ শিক্ষাবর্ষ) - কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান নেতা।

এছাড়া, একেএনএম রাশেদ আল আমীন (পদার্থবিজ্ঞান বিভাগ, ২০১০-১১ শিক্ষাবর্ষ) বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক সদস্য।

আরও কিছু নেতৃস্থানীয় ছাত্রদের মধ্যে:শেখ আল ফয়সাল (রসায়ন বিভাগ, ২০০৫-০৬ শিক্ষাবর্ষ) মো. কামাল পাশা (পদার্থবিজ্ঞান বিভাগ, ২০০৯-১০ শিক্ষাবর্ষ) আ স ম মাশুক বিল্লাহ (ইতিহাস বিভাগ, ২০০৮-০৯ শিক্ষাবর্ষ) মো. ঝলক মিয়া (মনোবিজ্ঞান বিভাগ, ২০০৫-০৬ শিক্ষাবর্ষ)এসএম ইসামন্তাজ (ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ২০০৭-০৮ শিক্ষাবর্ষ) - কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল ইউনিটের নেতা।

বর্তমান বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতাদের মধ্যে:মো. ফাহিম ফয়সাল (পদার্থবিজ্ঞান বিভাগ, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ) মো. রুবেল পারভেজ (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ২০০৯-১০ শিক্ষাবর্ষ) ইমাম আল নাসের (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ) মো. সোহাইল সাবিত সৌমিক (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ) আবু হায়াত মো. জুলফিকার (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ)

এছাড়া, কিছু শিক্ষার্থী যারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে যুক্ত ছিলেন, তারা হলেন:মো. খলিলুর রহমান (বাংলা বিভাগ, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ) মো. পারভেজ (পদার্থবিজ্ঞান বিভাগ, ২০০৬-৭ শিক্ষাবর্ষ) আব্দুল মোতালেব হোসেন খোকন (গণিত বিভাগ, ২০১২-১৩ শিক্ষাবর্ষ) মো. রোমান মিয়া (পদার্থবিজ্ঞান বিভাগ, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ) আসমা আফিয়া সেতু (ফিনান্স বিভাগ, ২০০৯-১০ শিক্ষাবর্ষ)মো. তানভীর হাসান (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ) এডিএম মারুফ বিল্লাহ (সমাজবিজ্ঞান বিভাগ, ২০০৫-০৬ শিক্ষাবর্ষ) তানভীর আহমেদ (প্রাণিবিদ্যা বিভাগ, ২০১০-১১ শিক্ষাবর্ষ) মো. হাবিবুর রহমান (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, ২০১১-১২ শিক্ষাবর্ষ) শেখ সাদ্দাম হোসাইন (ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ২০০৭-০৮ শিক্ষাবর্ষ) তানঈম আকন্দ (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষ) মো. ওমর ফারুক (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ)

এদের অনেকেই বিভিন্ন সময়ে দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এসব শিক্ষার্থীকে প্রতি বছর ৫ হাজার টাকা টাইম-বার্ড ফি জমা দিয়ে পুনঃভর্তির অনুমতি দেওয়া হবে। তালিকায় উল্লেখিত শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ছাত্রদলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাদের মধ্যে বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতা এবং অন্যান্য রাজনৈতিক দায়িত্বে থাকা নেতৃবৃন্দ রয়েছেন।

এছাড়া, তাদের আবাসনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেছেন, নিয়মিত কোর্সে ভর্তি হলে শিক্ষার্থীরা আবাসিক হলে থাকতে পারবেন, তবে তাদের যোগ্যতা অনুযায়ী আবাসনের সিদ্ধান্ত নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে