ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

'দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল'

২০২৪ ডিসেম্বর ১০ ১১:২৯:৫৮
'দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল'

ডুয়া নিউজ: সম্প্রতি বাংলাদেশে সয়াবিন তেলের সংকট নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রকাশ্যে এসেছে। কিছু ব্যবসায়ী 'সয়াবিন-কাণ্ড' ঘটিয়ে প্রমাণ করেছেন, এসব ঘটনার পিছনে তারাই দায়ী।

অভিযোগ রয়েছে, বাজারে সংকট তৈরি করে সরকারকে চাপ দিয়ে একদিকে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করেছেন, অন্যদিকে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, এটা স্রেফ দিনদুপুরে ডাকাতি ছাড়া আর কিছু নয়। প্রকৃতপক্ষে তেলের কোনও সংকটই ছিল না। ফন্দি এঁটে কয়েক দিন ক্রেতার নাভিশ্বাস তুলে সরকারকে জিম্মি করে অসাধু ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হাতিয়েছে। অতীতেও ঘটেছে এমন ঘটনা।

ভোক্তারা বলছেন, আজ তেল, কাল চিনি, পরশু হয়তো অন্য কোন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ হাসিল করছে। ফলে ভোক্তাদের খরচ বাড়ছে এবং সরকারের জন্যও সমস্যার সৃষ্টি হচ্ছে।

এমন অবস্থায়, বাজারে সরবরাহিত তেলের বোতল নিয়ে উত্থাপিত প্রশ্নগুলো হচ্ছে: এগুলো কখন আমদানি করা হয়েছে, আমদানি দর কী ছিল এবং কবে বাজারে ছাড়া হয়েছে। এসব তথ্য খতিয়ে দেখা অত্যন্ত জরুরি।

এছাড়া, বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য সরকারের উচিত ছোট ব্যবসায়ীদের জন্য আমদানির সুযোগ তৈরি করা, যাতে তারা বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে সহযোগিতা করতে পারে। এভাবে ভোক্তার স্বার্থ রক্ষা হবে এবং বাজারে সঠিক দাম নিশ্চিত করাও সহজ হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে