ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন

সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে: সারজিস আলম

২০২৫ জানুয়ারি ২০ ১৭:৫৫:৩৫
সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে: সারজিস আলম

ডুয়া নিউজ: আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয়ে সরকারের একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

আজ সোমবার (২০ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে করা এক পোস্টে সারজিস আলম বলেন, স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নাই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে।

এর আগে, আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত ঘোষণা করেন।

পোশাক পরিবর্তনের পেছনে কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এসব বাহিনীর সদস্যদের মানসিকতার পরিবর্তন এবং মনোবল বৃদ্ধি, দুর্নীতিরোধসহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

নতুন পোশাকে বড় ধরনের অর্থ ব্যয় হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এরকম কিছু হবে না। এসব বাহিনীর সদস্যদের নিয়মিত পোশাক তৈরি হচ্ছে, এবং সে অনুযায়ী ধীরে ধীরে নতুন পোশাক পরিবর্তিত হবে। এজন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়বে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে