ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জবির কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর; শিক্ষার্থীদের ক্রেডিট দিলেন উপাচার্য

২০২৫ জানুয়ারি ২০ ১৭:৪৯:১১
জবির কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর; শিক্ষার্থীদের ক্রেডিট দিলেন উপাচার্য

ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার কৃতিত্ব শিক্ষার্থীদের দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল শেষে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সময় এ কথা বলেন উপাচার্য।

ড. রেজাউল করিম বলেন, “আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে আমাদের শিক্ষার্থীরা। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক একেবারে অপ্রত্যাশিতভাবে দৃঢ় হয়েছে।”

শিক্ষার্থীদের উদ্দেশে জবি উপাযার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিজেকে জড়িত রাখার পাশাপাশি একাডেমিক উন্নয়নে আরও মনোযোগ দিতে হবে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি সেন্টার ফর এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, “শিক্ষার্থীদের তিন দিনের কঠোর আন্দোলনের ফলস্বরূপ আমরা খুব দ্রুত সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে পেরেছি। এর পুরো কৃতিত্ব আমি শিক্ষার্থীদেরই দিতে চাই।”

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, “দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হওয়ায় আমরা আনন্দিত। ছাত্র-শিক্ষক সম্পর্ক যে সুসংহত হয়েছে, তা আমাদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং এই সম্পর্ক ধরে রাখতে চাই।”

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে