ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র

২০২৫ জানুয়ারি ২০ ১৭:৩৯:১৪
অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র

ডুয়া নিউজ: বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের উন্নয়ন, সন্ত্রাস দমন এবং অন্যান্য বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত।

এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ, জুলাইয়ে ঘোষিত রাজনৈতিক ঐকমত্য গঠনের জন্য সরকারের প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা নিয়ে ট্রেসি অ্যান জ্যাকবসনকে অবহিত করেন। তিনি বলেন, ফেব্রুয়ারির শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐকমত্য আশা করছেন। জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানোর সম্ভাবনা সম্পর্কে তিনি মন্তব্য করেন এবং এটিকে একটি কঠিন কিন্তু শুরু হওয়া প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কিছু সাংবাদিকের গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যার জবাবে প্রধান উপদেষ্টা জানান, তার সরকার দেশের সকল মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়াও, বৈঠকে ঢাকা এবং প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সার্ক পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের তুলা ও পোশাকের আরো বেশি আমদানির আহ্বান জানান।

বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে