ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যু বেশি নারীর, আক্রান্ত বেশি পুরুষ

২০২৪ ডিসেম্বর ১০ ১১:২২:৩১
ডেঙ্গুতে মৃত্যু বেশি নারীর, আক্রান্ত বেশি পুরুষ

ডুয়া নিউজ: ডেঙ্গু এখন আর শুধুমাত্র বর্ষাকালের রোগ নয়। এডিস মশার কামড়ে সারা বছরেই এই রোগে আক্রান্ত হচ্ছে নারী, পুরুষ এবং শিশুদের মতো বিভিন্ন বয়সী মানুষ। বর্তমানে ডেঙ্গু রাজধানী ঢাকা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায়ও ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম আট দিনে আক্রান্ত হয়েছেন চার হাজার ৭৫৯ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৪১ জনের।

অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ২২৮ জন এবং মৃতের সংখ্যা ৫২৯ জন।

প্রাপ্ত তথ্যমতে, গত নভেম্বর মাসে ১৭৩ জন রোগী মারা যায়, যা ছিলো সর্বোচ্চ। অক্টোবর মাসে মারা যান ১৩৫ জন রোগী এবং এই দুই মাসের সময়কালটিতে আক্রান্ত হওয়ার সংখ্যা ছিল সবচেয়ে বেশি।

উল্লেখযোগ্য হলো, ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৬০ হাজার ৩৯৩ জন পুরুষ এবং ৩৫ হাজার ২৩৯ জন নারী। কিন্তু মৃতের মধ্যে নারীর সংখ্যা বেশি। মৃত্যুবরণকারী ৫২২ জনের মধ্যে ২৭০ জন নারী এবং ২৫২ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্তের হার সবচেয়ে বেশি। এ বয়সের ৬০ দশমিক ৩৬ শতাংশ আক্রান্তের মধ্যে ৬৫ দশমিক ৪১ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৫৯ শতাংশ নারী।

শহরাঞ্চলের সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত হওয়ার সংখ্যা উল্লেখযোগ্য। ঢাকা উত্তর সিটি করপোরেশনে সর্বাধিক ২০ হাজার ২০২ জন আক্রান্ত হয়েছে, তবে মৃত্যু বেশি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, সেখানে মারা গেছেন ২১৯ জন।

সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু ঘটেছে ২০২৩ সালে, যেখানে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

ডেঙ্গুর পরিস্থিতি গত বছরগুলোর তুলনায় আরও উদ্বেগজনক। স্বাস্থ্য সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ত্বরান্বিত করা জরুরি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে