ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলার মেয়েরা

২০২৫ জানুয়ারি ২০ ১৩:৫৪:৩৯
অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলার মেয়েরা

জয়ের খুব কাজে গিয়েও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলার মেয়েরা।

সোমবার (২০ জানুয়ারি) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে দলীয় ৫২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জুনিয়র টাইগ্রেসরা। অধিনায়ক সুমাইয়া করেন ১৩ রান। এছাড়া টপ ও মিডল অর্ডারে কেউ দুই অংকের ঘরেই যেতে পারেননি।

লোয়ার মিডল অর্ডারে আফিয়া আসিমার ৩৪ বলে ২৯ রানের কার্যকরী এক ইনিংসে ভর করেম নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

৯২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করে অস্ট্রেলিয়া। লুসি হ্যামিলটনের ব্যাটে জয়ের পথ সহজ হয় অস্ট্রেলিয়ার। তবে বাংলাদেশকে লড়াইয়ে ফেরায় বোলাররা।

দলীয় ৫০ থেকে ৬৭ রানের মধ্যে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। লুসি ৩০ রান করে দলীয় ৬৭ করে ফিরে গেলে জয়ের আশা করতে থাকতে বাংলাদেশ। কিন্তু হারশাত গিলের ব্যাটে শেষ পর্যন্ত ২ উইকেটে হারতে হয় বাংলাদেশকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে