ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

যেদিন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন

২০২৫ জানুয়ারি ২০ ১৩:৩৪:২৩
যেদিন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন

ডুয়া নিউজ : সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে পুনর্নিরীক্ষণ শুরু হবে। এসএমএসের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে এ আবেদন করা যাবে।

রোববার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে ১ হাজার টাকা (অফেরতযোগ্য) টেলিটকে এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ জন্য আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণ ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত।

ফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি

টেলিটকের যে কোনো প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS করতে হবে।প্রথম এসএমএস: DGME RSC Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME RSC 1116000)। ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে।

দ্বিতীয় এসএমএস: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME RSCYESPIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME RSCYES 12345678। ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে রোববার (১৯ জানুয়ারি) এর ফল প্রকাশ করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে