ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড়

২০২৪ ডিসেম্বর ১০ ১১:১৫:৩৮
সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড়

ডুয়া নিউজ: বিদ্রোহীদের অভিযান এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদের দেশত্যাগের পর সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে তৎপরতা শুরু হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) ইউরো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বিদ্রোহীদের গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল জোলানি এবং ইদলিবভিত্তিক সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধান মোহাম্মদ আল বসিরের সাথে সাবেক আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি এক বৈঠকে মিলিত হয়েছেন।

বৈঠকে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি আলোচিত হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী দামেস্কে কারফিউ জারি করা হয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট আল আসাদ দেশের বাইরে চলে যাওয়ার পরপরই ইসরায়েল গোলান মালভূমির বিভিন্ন জায়গা দখল করেছে। ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্রও সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর খবর পাওয়া গেছে, যা সেখানকার রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

এই ঘটনার প্রেক্ষিতে সিরিয়ায় নতুন রাজনৈতিক অবস্থা সৃষ্টি হতে পারে, যা দেশটির ভবিষ্যৎ পথনির্দেশনায় ভূমিকা রাখবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে