ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বাংলাদেশকে বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় দিলো আদানি

২০২৫ জানুয়ারি ২০ ১০:৫৪:৫০
বাংলাদেশকে বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় দিলো আদানি

ডুয়া নিউজ : আগামী জুনের মধ্যে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে বাংলাদেশকে নতুন করে সময় বেঁধে দিয়েছে ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ। এ জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিয়েছে তারা।

রোববার (১৯ জানুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) এ-সংক্রান্ত একটা চিঠি পাঠিয়েছে কোম্পানিটি।

চিঠিতে বলা হয়েছে, ৬ জানুয়ারি পর্যন্ত পিডিবির কাছে আদানির পাওনা ১০ হাজার ৩০৯ কোটি টাকা। জুনের মধ্যে বিল পরিশোধ করলে বিলম্ব ফি মওকুফের প্রস্তাব দিয়েছে কোম্পানিটি।

এর আগে ৯ জানুয়ারি আদানি ও পিডিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দিনে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে এ কেন্দ্রটি। টাকা পাওনা নিয়ে গত বছরের আগস্টের পর থেকে আদানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন চলছে। পরে অক্টোবরে বকেয়া শোধে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকিও দেয় আদানি। নভেম্বরে একটি ইউনিটের উৎপাদন আদানি বন্ধও রাখে। পরে আংশিক বকেয়া পরিশোধ করে বাংলাদেশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে