ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৌদি আরবে বাণিজ্য মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠান

২০২৪ ডিসেম্বর ১০ ১১:০৬:৪৪
সৌদি আরবে বাণিজ্য মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠান

ডুয়া নিউজ: সৌদি আরবের জেদ্দায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মেলায় বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং এ ওয়ান কম্পোজিট লেদারওয়্যার (প্রাইভেট) লিমিটেড অংশগ্রহণ করছে।

মেলা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত, যা তিন দিনব্যাপী চলবে।

প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জেদ্দা সেন্টার ফর এক্সিবিশনস অ্যান্ড ইভেন্টসে এই প্রদর্শনী হবে।

বণির্মাণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মক্কার গভর্নর, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিয়া মোহাম্মদ মঈনুল কবির, জেদ্দার বাণিজ্যিক কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, বিভিন্ন দেশের দূতাবাসের সদস্য এবং সৌদি জেদ্দা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের বাণিজ্যিক কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা মন্তব্য করেছেন, করোনাভাইরাসের কারণে বিগত বছরগুলোতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সৌদি আরবের কোন বাণিজ্য মেলায় অংশগ্রহণ হয়নি।

তবে এবছর, ছোট পরিসরে হলেও দুটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিনি মনে করেন, পরিবর্তিত সৌদি আরবের বাণিজ্যে বাংলাদেশের পণ্য রপ্তানির অবস্থানে এই ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে