ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চেয়ারম্যান-কমিশনার না থাকায় দুদক কার্যত অচল

২০২৪ ডিসেম্বর ১০ ১০:৩৫:১৮
চেয়ারম্যান-কমিশনার না থাকায় দুদক কার্যত অচল

ডুয়া নিউজ: দুর্নীতি দমন কমিশন (দুদক) দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও কমিশনারের অভাবে কার্যত অচল হয়ে পড়েছে। এ কারণে প্রায় ২০ হাজার দুর্নীতির অভিযোগ সংক্রান্ত কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।

কমিশনের অনুসন্ধানকারীদের আশঙ্কা, এই সুযোগে দুর্নীতিবাজরা হাজার কোটি টাকা লোপাট করে লুকিয়ে ফেলছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর প্রত্যাশা ছিল যে দেশে দুর্নীতিবাজদের বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হবে। তবুও, চার মাস ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ কোটি টাকার বেশি উদ্ধার করতে পারেনি।

গত ০১ নভেম্বর পদত্যাগ করেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার। আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত কমিশনটি ৫ আগস্টের আগে দুর্নীতি দমনের ব্যাপারে কার্যকর উদ্যোগও নেয়নি, এই অভিযোগ ওঠেছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ বিষয়ে মন্তব্য করেন, দুর্নীতির দায়ে অনেক সমস্যার মধ্যে কয়েকজন চুনোপুঁটি ছাড়া বড় কোনো অভিযুক্তকে বিচারের আওতায় আনতে পারেনি দুদক।

দুদক কর্মকর্তাদের দাবি, নতুন কমিশন গঠন না হওয়ায় আইন প্রয়োগে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে অনেক দুর্নীতিবাজ পার পেয়ে যাচ্ছে। কারণ কমিশনের অনুমোদন ছাড়া দুদক কর্মকর্তারা কোন পদক্ষেপ নিতে সক্ষম হন না।

দুদকের পরিচালক ড. জহিরুল হুদা সংবাদ মাধ্যমকে বলেন, চেয়ারম্যান এবং কমিশনারের যে নির্দেশনাগুলি কর্মকর্তাদের বাস্তবায়ন করতে হয়, সেগুলি দীর্ঘদিন ধরে অনুপস্থিত। ফলে প্রায় ২০ হাজার অভিযোগের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে