ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

গাজায় নির্ধারত সময়ে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না

২০২৫ জানুয়ারি ১৯ ১৪:০১:২০
গাজায় নির্ধারত সময়ে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না

ডুয়া ডেস্ক : নির্ধারিত সময়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর না করে উল্টো ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজার শাসক গোষ্ঠী হামাস রোববার যে তিনজন নারী জিম্মিকে মুক্তি দেবে তাদের নামের তালিকা প্রকাশ না করা পর্যন্ত পূর্বনির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকর করা হবে না।

এর আগে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, ‘কারিগরি সমস্যার’ কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে।

এরপর নেতানিয়াহুর দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে জানিয়ে দিয়েছেন- সকাল সাড়ে আটটার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে না। যতক্ষণ না হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দিতে যাওয়া জিম্মিদের তালিকা দেওয়া না হবে, ততক্ষণ এটি কার্যকর করা হবে না।”

শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে।

এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরা চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলছে বলে আশা করা হচ্ছিল। তিন ধাপে কার্যকর হবে যুদ্ধবিরতি। এর মধ্যে প্রথম ধাপ হবে ছয় সপ্তাহের। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে