ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সাইফের ওপর হামলাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

২০২৫ জানুয়ারি ১৯ ১১:৫৯:২৪
সাইফের ওপর হামলাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

ডুয়া ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এবার এ ঘটনায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, ওই ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ। যিনি বিজয় দাস নামেও পরিচিত। তার বয়স ৩০।

মুম্বাই পুলিশ জানায়, সাইফকে হামলাকারী একজন বাংলাদেশি নাগরিক। ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। এই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে জানিয়েছে তারা।

রোববার (১৯ জানুায়ারি) ভোরে ওই ব্যক্তিকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বর্তমানে তাকে খার থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এ প্রসঙ্গে ডিসিপি দীক্ষিত গেদাম জানান, অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি বলে অনুমান করার প্রাথমিক প্রমাণ রয়েছে। তার কাছে বৈধ ভারতীয় নথি নেই। কিছু নথি জব্দ করা হয়েছে যা ইঙ্গিত করে যে সে একজন বাংলাদেশি নাগরিক। অভিযুক্ত ব্যক্তিই প্রথমবার সাইফের বাসভবনে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

মুম্বাই পুলিশের প্রাথমিক ধারণা, অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেন। বর্তমানে বিজয় দাস নাম ব্যবহার করছিলেন তিনি। মুম্বাই ও এর আশেপাশেই বসবাস করতেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন অভিযুক্ত সবাই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে