ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি

২০২৫ জানুয়ারি ১৯ ১১:০০:০০
ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি

ডুয়া নিউজ : বিশ্বে বায়ু দূষণের শীর্ষ তালিকায় উঠে এসেছে পাকিস্তানের লাহোর। দেশটির স্কোর ৫৫৩। তবে ঢাকার বায়ুর কিছুটা উন্নতি হয়েছে।

আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৮৭। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। সে সময় বায়ুদূষণে বিশ্বের ১২৪ নগরীর মধ্যে ষষ্ঠ অবস্থানে উঠে আসে ঢাকা।

একই সময়ে বায়ু দূষণের দ্বিতীয় স্থানে উঠে আসে ভারতের দিল্লি। শহরটির স্কোর ৩৬২। ২১৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয়, ভিয়েতনামের হো চি মিনহ সিটি ১৯৯ স্কোর নিয়ে চতুর্থ আর ১৮৭ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু পঞ্চম স্থানে উঠে আসে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে ওই বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে