ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে ঢাবি অ্যালামনাই’র চড়ুইভাতি অনুষ্ঠান

২০২৫ জানুয়ারি ১৮ ২২:৫৯:৩৭
সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে ঢাবি অ্যালামনাই’র চড়ুইভাতি অনুষ্ঠান

ডুয়া নিউজ:সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়ার কর্মকর্তারা আজ এক চড়ুইভাতি অনুষ্ঠানে মিলিত হন।

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘ছায়াতল বাংলাদেশ’ ঢাকার অদূরে কেরানীগেঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে সংগঠনটির সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী, সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল ও বায়েজীদ বোস্তামী (দপ্তর) চড়ুইভাতি অনুষ্ঠানে যোগদান করেন।

ছায়াতল বাংলাদেশ-এর চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সোহেল রানা এবং সহকারী প্রকল্প সমন্বয়কারী মাহমুদা আফরোজ তানভী অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চড়ুইভাতি অনুষ্ঠানে ৬৩ জন সেচ্ছাবেবী এবং ১০০ জন সুবিধাবঞ্চিত পথশিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠান সম্পর্কে ডুয়ার সদস্য সচিব আবদুল বারী ড্যানী বলেন, সুবিধাবঞ্চিত পথশিশুদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য আমরা তাদের সাথে শামিল হয়েছি।

তিনি জানান, গত ৬ জানুয়ারি সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে ডুয়ার পক্ষ থেকে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আমরা পথশিশুদের কল্যাণে ভবিষ্যতেও আমাদের সম্ভাব্য সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকবো।

ছায়াতল বাংলাদেশ-এর চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন জানান, কেরানীগঞ্জে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য একটি স্থায়ী আবাসন গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে ৩৩ শতাংশ জায়গা কেনা হয়েছে। আরও কিছু জায়গা নেয়ার প্রক্রিয়ায় রয়েছে। তিনি এক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতা প্রত্যাশা করেন।

৩৩ শতাংশ

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে