ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

গাছের ডাল কাটতে বাংলাদেশে বিএসএফ, সীমান্তে উত্তেজনা

২০২৫ জানুয়ারি ১৮ ১৭:২৯:৩১
গাছের ডাল কাটতে বাংলাদেশে বিএসএফ, সীমান্তে উত্তেজনা

ডুয়া ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশিদের আম গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের মতে, বিএসএফ ও ভারতীয়রা শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের মধ্যে প্রবেশ করে বাংলাদেশের আম গাছ কেটে নষ্ট করতে শুরু করে। এর বিরুদ্ধে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। এই অবস্থায় বিএসএফ অনবরত টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে বলেও জানা গেছে।

বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, "বিএসএফের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আমাদের এলাকার আম গাছের ডালপালা কেটে ফেলেছে। পরে, বিজিবি ও স্থানীয়দের মুখোমুখি হয়ে তারা ডালপালা ফেলে চলে যায়। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।"

বিষয়টি সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, "এই ঘটনাটি আমি শুনেছি এবং বর্তমানে সীমান্তের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে