ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সরানোর নিন্দা জানিয়ে বিবৃতি

২০২৫ জানুয়ারি ১৮ ১৬:৫৯:৫৭
পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সরানোর নিন্দা জানিয়ে বিবৃতি

ডুয়া নিউজ: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নবম ও দশম শ্রেণির বাংলা ২য় পত্র পাঠ্যপুস্তকের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি সরানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়ে পাঁচ শতাধিক নাগরিক একটি বিবৃতি দিয়েছেন। তারা দাবি করেছেন, আদিবাসী শব্দসহ গ্রাফিতি পুনরায় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক এবং আদিবাসী সংস্কৃতি ও ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হোক।

আজ শনিবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই বিবৃতি প্রকাশিত হয়। এতে বলা হয়, 'স্টুডেন্টস ফর সভারেন্টি' সংগঠনের দাবির প্রেক্ষিতে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নবম ও দশম শ্রেণির বাংলা ব্যাকরণ এবং রচনা পাঠ্যপুস্তকের প্রচ্ছদ থেকে 'আদিবাসী' শব্দসহ গ্রাফিতি সরিয়ে ফেলার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় তারা। এই সিদ্ধান্ত বাংলাদেশের আদিবাসীদের পরিচয় এবং অধিকার অবজ্ঞা করার সামিল এবং এটি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে চলতে থাকা আদিবাসীদের ওপর নির্যাতন ও বঞ্চনার প্রতিফলন।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১০ সালে 'ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠা আইন' জারি করে তাদের বঞ্চনার সমাপ্তি হয়নি বরং তা এক নতুন রূপ ধারণ করেছে। তারা উল্লেখ করেছেন, ‘আদিবাসী’ শব্দের প্রতি এমন অবমাননাকারী আচরণ সাংবিধানিকভাবে তাদের অবমাননা করার ফলস্বরূপ এবং এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর।

এছাড়া এনসিটিবির সিদ্ধান্তকে এক বা একাধিক গোষ্ঠীর চাপের ফল বলে উল্লেখ করা হয়েছে এবং তা তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতার অভাবকে প্রমাণ করে বলে অভিযোগ করা হয়। নাগরিকরা এনসিটিবির কাছে তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানিয়ে, বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে কাজ করার দাবি জানান।

বিবৃতির মাধ্যমে নাগরিকরা সকলকে এ ধরনের বৈষম্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, আদিবাসীদের মর্যাদা ও অধিকার রক্ষার প্রতি তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে