ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফেনী পলিটেকনিকের ছাত্রাবাসে আসন পেতে ডোপ টেস্টের নির্দেশনা

২০২৫ জানুয়ারি ১৮ ১৬:২৬:১৪
ফেনী পলিটেকনিকের ছাত্রাবাসে আসন পেতে ডোপ টেস্টের নির্দেশনা

ডুয়া নিউজ: ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসে আসন বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্ট (রক্তে মাদক পরীক্ষা) সনদ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো শিক্ষার্থী ডোপ টেস্টে অনুত্তীর্ণ হয়, তবে তার আসন বরাদ্দ বাতিল করা হবে।

হোস্টেল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ৩০ জানুয়ারি, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ছাত্রাবাসে আসন বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী (১৯ ও ২০ জানুয়ারি) শিক্ষার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। তবে, আসন বরাদ্দ পাওয়ার জন্য ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। এই শর্তগুলো হোস্টেল সুপারের কার্যালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

হোস্টেল সহ-সুপার মো. আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘‘এই সিদ্ধান্ত মূলত মাদক মুক্ত ক্যাম্পাস গড়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।’’

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান জানান, ‘‘আমরা শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং ভালো কিছু শুরু করার লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছি। অনেক ছাত্রই দূর-দূরান্ত থেকে এসে মাদকাসক্ত হয়ে পড়ে। আমাদের উদ্দেশ্য, এ ধরনের সমস্যা এড়াতে শিক্ষার্থীদের সতর্ক রাখা।’’

তিনি আরও বলেন, ‘‘ডোপ টেস্টে সফল না হলে, শিক্ষার্থীদের আসন বরাদ্দ বাতিল হবে। মাদক নির্মূলের জন্য আমরা সবাইকে একত্রিত হয়ে কাজ করতে আহ্বান জানাই।’’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে