ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

২০২৫ জানুয়ারি ১৮ ১৫:৩১:৪২
বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ডুয়া নিউজ: বাংলাদেশের যুব দল দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যাত্রা শুরু করেছে। সাইফ হাসানের নেতৃত্বাধীন দলটি নামিবিয়াকে ৮৮ রানে পরাজিত করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচটি বৃষ্টির কারণে ৫০ ওভারের পরিবর্তে ২০ ওভারে অনুষ্ঠিত হয়।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯১ রানের টার্গেট দেয়। জবাবে নামিবিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে।

নামিবিয়ার হয়ে ইবেন ভ্যান উইক সর্বোচ্চ ৫৫ রান করেন ৫২ বলে। নিকল লোফটি-এয়াটন ২২ এবং পিটরার বার্গার ১১ রান করেন। বাকিরা দুই অঙ্ক ছুঁতেও ব্যর্থ হন।

বাংলাদেশের বোলারদের মধ্যে কাজী অনিক ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নিয়ে দলকে গুরুত্বপূর্ণ সহায়তা করেছেন, তৌহিদ হৃদয় একটি উইকেট লাভ করেছেন।

এর আগে, ব্যাটিং ইনিংসে বাংলাদেশ মাত্র ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৯০ রান করে। ওপেনার পিনাক ঘোষ ১৭ বলে ২৮ রান এবং অন্য ওপেনার মোহাম্মদ নাইম ৪৩ বলে ৬০ রান করেন।

অধিনায়ক সাইফ হাসান দারুণ একটি ইনিংস খেলেন। তিনি ৪৮ বলে ৮৪ রান করেন, যেখানে ৫টি ছক্কা ও ৩টি বাউন্ডারি ছিল। তার এ অসাধারণ ইনিংসের জন্য তিনি ম্যাচ সেরা নির্বাচিত হন। এছাড়া আফিফ হোসেন ১১ রান করেন এবং হৃদয় অপরাজিত ছিলেন।

নামিবিয়ার পক্ষে ডেওয়াল্ড নেল, শন ফোউচে ও বার্গার একটি করে উইকেট পান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে