ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণা হতে পারে যেদিন

২০২৫ জানুয়ারি ১৭ ২০:৫২:০৪
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণা হতে পারে যেদিন

ডুয়া নিউজ: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১৯টি কেন্দ্রে ৫৩টি ভেন্যুতে পরীক্ষা সম্পন্ন হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী। পরীক্ষার ফলাফল রোববার অথবা সোমবার প্রকাশ করা হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমীন সংবাদ মাধ্যমকে জানান, দেশের নানা স্থানে সুষ্ঠুভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফল তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে এবং শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে।

এছাড়া, ভর্তি নীতিমালা অনুযায়ী সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৫ শতাংশ এবং মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, সরকারের পরিকল্পনা আরও শিক্ষক নিয়োগ দিয়ে মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়ানো। কলেজগুলির সমন্বয়ের প্রয়োজন হলে তা করা হবে।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য আবেদন জমা পড়ে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি, যেখানে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মানে হল, প্রতি আসনের জন্য ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে।

মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন

এখন থেকে ভর্তি পরীক্ষার মেধাতালিকা ২০০ নম্বরের ভিত্তিতে তৈরি হবে। এর আগে এইচএসসির ১২৫ নম্বর এবং এসএসসির ৭৫ নম্বরসহ ১০০ নম্বরের এমসিকিউ মিলিয়ে মোট ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হত। এবার এসএসসি ও এইচএসসি উভয়ের ফলাফলের জন্য ৫০ নম্বর ধরা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে