ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

আর্থিক সমস্যা কাটিয়ে সিলেটকে উড়িয়ে জয়ে ফিরল রাজশাহী

২০২৫ জানুয়ারি ১৭ ১৮:০২:২৭
আর্থিক সমস্যা কাটিয়ে সিলেটকে উড়িয়ে জয়ে ফিরল রাজশাহী

ডুয়া ডেস্ক : পারিশ্রমিক পেয়ে ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। দুর্বার রাজশাহী আর্থিক সমস্যা কাটিয়ে বিপিএলে জয়ের ধারায় ফিরেছে। এক ম্যাচ বিরতির পর তারা আবার বিজয়ের স্বাদ পেয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) তারা সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে।

বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরুতেই পারিশ্রমিক ইস্যুতে অনুশীলনে অংশ নেওয়া থেকে বিরত থাকেন রাজশাহীর ক্রিকেটাররা। পরে সে ঘটনা গণমাধ্যমে আসায় বিসিবির চাপের মুখে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক প্রদান করেছে রাজশাহীর মালিকপক্ষ।

টস জিতে আগে ব্যাটে করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান স্কোরবোর্ডে জমা করেন তারা। জবাব দিতে নেমে রাজশাহীর বোলারদের তোপের মুখে ১৭.৩ ওভারে ১১৯ রান তুলতেই গুটিয়ে গেছে সিলেট।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সিলেটের মোটে তিন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। এর মধ্যে সর্বোচ্চ ৩৯ রান এসেছে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে থাকা জাকির হাসানের ব্যাটে।

৭ ইনিংসে ব্যাটে করে ২৯০ রান নিয়ে এখন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জাকির, শীর্ষে থাকা ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসানের রান ৮ ইনিংসে ৩০৮।

এছাড়া ২০ বলে ৩ ছক্কায় ৩১ রান করেছেন জাকের আলী, ২০ রান আসে জর্জ মানসির ব্যাটে। তবে দলের বেশিরভাগ ব্যাটারের দায়সারা ব্যাটিংয়ে লক্ষ্য থেকে অনেক দূরেই থামতে হয় সিলেটকে।

রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার সানজামুল ইসলাম। দুটি করে উইকেট যায় তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আফতাব আলমের ঝুলিতে।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে রায়ান বার্লের দলীয় সর্বোচ্চ ৪১ ও অধিনায়ক এনামুল হক বিজয়ের ৩২ রানের ইনিংসে চড়ে ১৮৪ রান পর্যন্ত পৌঁছায় রাজশাহী। সিলেটের পক্ষে বল হাতে সফল বাঁহাতি পেসার রুয়েল মিয়া নেন ৩ উইকেট।

এই জয়ের পর ৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলের চার নম্বরে অবস্থান করছে রাজশাহী। আর সাত ম্যাচে কেবল দুই জয় পাওয়া সিলেট ৪ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে