ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আমিরাত ও সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি কিনবে সরকার

২০২৫ জানুয়ারি ১৬ ২১:২৬:১০
আমিরাত ও সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি কিনবে সরকার

ডুয়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত ওসিঙ্গাপুর থেকে দুইটি কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য অনুমোদন দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। এই আমদানির মোট ব্যয় হবে ১ হাজার ৩৫৫ কোটি ৮৩ লাখ ২৯ হাজার ৪৬ টাকা।

আজ ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। প্রথম কার্গোটি (০৬-০৭ ফেব্রুয়ারি ২০২৫ সময়ে) সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৪.৪৪৫০ মার্কিন ডলার মূল্যে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মোট ব্যয় হবে ৬৯২ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪৪৮ টাকা।

দ্বিতীয় কার্গোটি (১৩-১৪ ফেব্রুয়ারি ২০২৫ সময়ে) সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৩.৮২৪৭ মার্কিন ডলার মূল্যে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মোট ব্যয় হবে ৬৬৩ কোটি ৪ লাখ ১৪ হাজার ৫৯৮ টাকা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে