ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ঢাবি কর্তৃপক্ষের নিন্দা

২০২৫ জানুয়ারি ১৬ ২১:২২:২১
শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ঢাবি কর্তৃপক্ষের নিন্দা

ঢাবি প্রতিনিধি: চলমান আদিবাসী বনাম উপজাতি ইস্যুতে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাতে প্রক্টর অফিসের এক বিবৃতিতে এমনটা জানানো হয়

এতে বলা হয় "স্টুডেন্ট ফর সভারেন্টি" কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলারতীব্র নিন্দা জানাচ্ছি। "স্টুডেন্ট ফর সভারেন্টি" ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় এবং এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সম্পৃক্ততা নেই। হামলার সাথে জড়িত উক্ত সংগঠনের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া, ঢাকাবিশ্ববিদ্যালয় বহির্ভূত হামলাকারীদের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, ইতোমধ্যে হামলাকারী দু'জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এছাড়াও গতকাল পুলিশ কতৃক হামলার নিন্দা করে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়ার সময় শিশু একাডেমির সামনে পুলিশ কর্তৃক শিক্ষার্থীরা হামলার শিকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা জানায়। এ ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়। বিগত দুইদিন হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে বলেও জানানো হয়

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে