ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ফেসবুকে আপত্তিকর পোস্ট, কমেন্ট ও শেয়ারে আইনি শাস্তির নির্দেশনা

২০২৫ জানুয়ারি ১৬ ২১:০৩:৪৬
ফেসবুকে আপত্তিকর পোস্ট, কমেন্ট ও শেয়ারে আইনি শাস্তির নির্দেশনা

ডুয়া নিউজ: বাংলাদেশ ব্যাংক কর্তৃক কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহারকালে যদি কোনো কর্মকর্তা-কর্মচারী আপত্তিকর পোস্ট, মন্তব্য, শেয়ার বা অশ্লীল মন্তব্য করেন, তবে তা আইন অনুযায়ী শাস্তির আওতায় আসবে।

এ নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখার পাশাপাশি, অপব্যবহারকারী কর্মচারীর বিরুদ্ধে ২০০৩ সালের ৪৪ (১) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি কিছু বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী নিজেদের ইচ্ছায় বা অনিচ্ছায় বিভ্রান্তিকর তথ্য পোস্ট করেছেন এবং সহকর্মীদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেছেন, যার ফলে ব্যাংকের কর্মপরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। তাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কোনো ধরনের পোস্ট, ছবি, অডিও বা ভিডিও শেয়ার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা আইন-শৃঙ্খলা অবনতির কারণ হতে পারে এমন কোনো তথ্য পোস্ট করা যাবে না। লিঙ্গ বৈষম্য বা বিতর্কিত বিষয়ও প্রচার করা নিষিদ্ধ। অপর্যাপ্ত, অসত্য, অশ্লীল বা ক্ষতিকারক তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।

কোনো কর্মচারী যদি নির্দেশনা লঙ্ঘন করেন, তবে তিনি ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং প্রচলিত আইন অনুযায়ী শাস্তি পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সকল কর্মচারীকে সচেতন থাকার জন্য পরিপত্রে সতর্কতা জারি করা হয়েছে, যাতে তাদের পোস্ট, মন্তব্য ও শেয়ার সঠিক ও গ্রহণযোগ্য থাকে।

এই নিয়মাবলী অনুসরণ না করলে, সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে আইনি ব্যবস্থা নিতে হবে এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে