ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হঠাৎ ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

২০২৪ ডিসেম্বর ০৯ ১৭:৫৮:৫৯
হঠাৎ ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

ডুয়া নিউজ : আগামীকাল মঙ্গলবার থেকে ৪৭তম বিসিএসের আবেদনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। তবে কি কারণে এটি স্থগিত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, বিসিএসসহ সরকারি চাকরির আবেদনে ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই নতুন ফি বিষয়ক কোনো প্রজ্ঞাপন এখনও জারি হয়নি। এ কারণে ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি হ্রাস সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলে ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে শিগগির বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

গত ২৮ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চাকরিপ্রার্থী এলাকায় ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরু হবে।

৪৭তম বিসিএসের মাধ্যমে ৩,৪৮৭ জনকে ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ক্যাডার পদে ৬২৭ জন সাধারণ ক্যাডারে, ১,৮৩৩ জন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে, ৯১৯ জন সাধারণ শিক্ষায়, ৩৬ জন সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় এবং ১২ জন কারিগরি শিক্ষায় নিয়োগ পাবেন।

আবেদন করার জন্য পার্থীদের চলতি বছরের ১ নভেম্বরের মধ্যে বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এই সীমা না মানলে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে