ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাৎ, দেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক যেদিন

২০২৫ জানুয়ারি ১৬ ১৮:২২:১৯
বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাৎ, দেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক যেদিন

ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য দীর্ঘ চেষ্টা-তদন্তের পর বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী অবশেষে লাল-সবুজ জার্সি পরে খেলতে প্রস্তুত। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির সঙ্গে যুক্ত এই মিডফিল্ডার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার দ্বার প্রান্তে রয়েছেন। সম্প্রতি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল যুক্তরাজ্যে হামজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। যেখানে তারা লেস্টার সিটির ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে খেলায় অংশগ্রহণ করেন।

হামজার সঙ্গে সাক্ষাতের সময় তিনি তার পরিবারসহ ম্যাচ উপভোগ করেন এবং সেখানেই তাদের ছবি তুলেন। হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নতুন ক্লাবে যাওয়া নিয়ে আলোচনা চলমান রয়েছে। চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেড তার ওপর আগ্রহ প্রকাশ করেছে।

২০১৫-১৬ মৌসুম থেকে লেস্টার সিটির সঙ্গে যুক্ত আছেন হামজা চৌধুরী। তবে তার প্রথম দুই মৌসুমে তিনি ব্রাইটন এন্ড হোব আলবিয়নে ধারে খেলার সুযোগ পান। পরবর্তী মৌসুমগুলোতে লেস্টারের জার্সিতে সে ধারাবাহিকভাবে খেলার সুযোগ পেয়েছেন এবং ২০১৯-২০ মৌসুমে তিনি ২৯ ম্যাচে লেস্টারের হয়ে মাঠে নেমেছিলেন।

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ফুটবল নৈক্য সম্পর্কের আলোকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ অনুষ্ঠিত হতে পারে শিলংয়ে, যা হামজার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে পারে। এশিয়ান ফুটবল কনফেডারেশন যদি অনুমোদন দেয়, তাহলে এই ম্যাচের মাধ্যমে তিনি লাল-সবুজ জার্সি পরিধান করে দেশের হয়ে প্রথমবারের মতো খেলতে পারার সুযোগ পাবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে