ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৪ ডিসেম্বর ০৯ ১৭:০৯:০১
সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডুয়া নিউজ: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, ইউনিফরম ছাড়া সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না এবং ভুয়া মামলা দায়েরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সম্প্রতি মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীদের মনিটর করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি উল্লেখ করেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা করতে কঠোর থাকতে হবে এবং কোন প্রকার বাড়াবাড়ি সহ্য করা হবে না।

উপদেষ্টা বলেন, ট্রাফিক পুলিশদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সব প্রকার ঘুষ-বাণিজ্য বন্ধ করতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে