ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঢাবির হলে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালনের দাবি শিক্ষার্থীদের

২০২৫ জানুয়ারি ১৬ ১২:০৪:৫৪
ঢাবির হলে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালনের দাবি শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালনের দাবি জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, আলোক সজ্জা, রক্তদান কর্মসূচী ও স্মারক বৃক্ষ রোপনের প্রস্তাব দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে হলের আবাসিক শিক্ষার্থী উবায়দুল্লাহ রিদওয়ানের নেতৃত্বে হল প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হোসাইনকে এসব প্রস্তাবনা দেয় শিক্ষার্থীরা।

উবাইদুল্লাহ রিদওয়ান বলেন, “মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারই সবচেয়ে বেশি ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক রোষানলের শিকার। এমনকি মুক্তিযুদ্ধের এই অগ্রনায়ককে নিয়ে বিভিন্ন সময় কটুক্তিও করেছেন। মুক্তিযুদ্ধের কথা বলে মুখে ফেনা তুলেছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেনি৷ আমাদের হল জিয়াউর রহমানের নামে নামকরণকৃত হওয়ায় হাসিনার অবৈধভাবে আকড়ে থাকা দীর্ঘ শাসনামলে তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি, শিক্ষার্থীরা ছিলো বঞ্চিত।”

রিদওয়ান বলেন, “জুলাই অভ্যুত্থান এর মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার জন্য মুক্তিযুদ্ধের উপর অনেক ধরনের আয়োজন করতে হবে, মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা ছড়িয়ে দিতে হবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই দাবি।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে