ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হাসনাত আব্দুল্লাহ

'দেশের ভূখণ্ড বিভাজনে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে'

২০২৫ জানুয়ারি ১৫ ২১:৪১:০৯
'দেশের ভূখণ্ড বিভাজনে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে'

ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের ভূখণ্ড বিভাজনের জন্য দেশ ও বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাহাড়ি জনগণকে সতর্ক করে তিনি বিদেশি পৃষ্ঠপোষকদের ফাঁদে পা না দেওয়ারও আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গাসহ আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের মতপার্থক্য সমাধানের জন্য গোলটেবিল আলোচনার পথ খোলা রয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা মন্তব্য করেন, "জুলাই অভ্যুত্থানের মাত্র ৫ মাস পর শেখ হাসিনার আমলে যেভাবে ট্যাগিংয়ের রাজনীতি হয়েছিল, ঠিক একইভাবে আজও হামলার নাটক রচনা করা হয়েছে।"

তিনি আরও বলেন, বাংলাদেশে জাতিগত শান্তি প্রতিষ্ঠা করতে হলে ঘৃণ্য হামলার মতো কর্মকাণ্ডগুলো বন্ধ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, আজকের হামলা দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সীমাবদ্ধতাকে তুলে ধরে। তিনি বলেন, দুটি সংগঠনের একই জায়গায় অনুষ্ঠান হওয়ার বিষয়টি গোয়েন্দা সংস্থাকে আগে থেকেই জানানো উচিত ছিল এবং সেক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে