ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পুলিশ সংস্কার কমিশন

পুলিশ ভেরিফিকেশনে চাকরিপ্রার্থীদের রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ

২০২৫ জানুয়ারি ১৫ ২১:২০:৩৯
পুলিশ ভেরিফিকেশনে চাকরিপ্রার্থীদের রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ

ডুয়া ডেস্ক: পুলিশ সংস্কার কমিশন পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, চাকরিপ্রার্থীদের রাজনৈতিক মতাদর্শ যাচাইয়ের প্রয়োজনীয়তা বাতিল করা উচিত। তবে, যদি চাকরিপ্রার্থী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তা অবশ্যই ভেরিফিকেশন রিপোর্টে অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়া, জাতীয় পরিচয়পত্রধারী চাকরিপ্রার্থীদের স্থায়ী ঠিকানা অনুসন্ধান করার বাধ্যবাধকতা তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র, মার্কশিট ইত্যাদি যাচাইয়ের দায়িত্ব নিয়োগকারী কর্তৃপক্ষের উপর বর্তাবে এবং এগুলো পুলিশ ভেরিফিকেশনের অংশ হবে না।

কমিশন আরো সুপারিশ করেছে যে, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া যেন সর্বোচ্চ ১ (এক) মাসের মধ্যে শেষ হয়। যদি অতিরিক্ত সময় প্রয়োজন হয়, তবে তা সর্বোচ্চ ১৫ (পনেরো) দিন পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।

এছাড়া, কমিশন ব্রিটিশ আমলে প্রণীত কিছু পুরোনো আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। বিশেষ করে পুলিশ আইন, ১৮৬১; ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮; এবং পি আর বি, ১৯৪৩ আইনগুলো যুগোপযোগী করতে নতুন সংস্কারের সুপারিশ করা হয়েছে, যেন পুলিশ বাহিনী জনবান্ধব ও জবাবদিহিমূলক হয়ে উঠতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রশাসন এর সর্বশেষ খবর

প্রশাসন - এর সব খবর



রে