ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

চার বিশিষ্ট নারী পেলেন বেগম রোকেয়া পদক

২০২৪ ডিসেম্বর ০৯ ১৫:৪৪:৪৬
চার বিশিষ্ট নারী পেলেন বেগম রোকেয়া পদক

ডুয়া নিউজ: সমাজ, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (০৯ ডিসেম্বর) নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পদকপ্রাপ্তদের মধ্যে যারা রয়েছেন: শিক্ষাবিদ এবং অধিকার কর্মী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান, শ্রমজীবী ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার, বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রাণী হামিদ এবং নারী অধিকার সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন পারভিন হক।

প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত নারীর হাতে দেওয়া হয়েছে একটি স্বর্ণপদক, একটি সার্টিফিকেট এবং চার লক্ষ টাকার চেক।

বেগম রোকেয়া পদক প্রদানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বেগম রোকেয়ার স্মৃতিকে স্মরণ করে তাঁকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজন ঐতিহাসিক মহীয়সী নারী, যিনি তার কর্ম ও আদর্শের মাধ্যমে নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিহ্নিত হয়েছেন। ঊনবিংশ শতাব্দীর সমাজের কুসংস্কার ও রক্ষণশীলতার বিরুদ্ধে তিনি নারী জাতির মধ্যে শিক্ষার আলো ছড়ানোর পথে নেতৃত্ব দেন। তিনি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং শানিতলেখনীর মাধ্যমে নারীর প্রতি অন্যায়, অবিচার ও বৈষম্য দূরীকরণে অগ্রসর হয়েছেন।

তিনি যোগ করেন, বেগম রোকেয়ার দেখানো আলোকবর্তিকা অনুসরণ করে, সমাজের প্রতিটি স্তরে নারীদের সক্রিয় অংশগ্রহণ তাদের ক্ষমতার সংকেত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে