ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দ.আফ্রিকায় আটকে পড়া স্বর্ণ খনি থেকে ৬০ মরদেহ উদ্ধার

২০২৫ জানুয়ারি ১৫ ১৬:৫৯:২৬
দ.আফ্রিকায় আটকে পড়া স্বর্ণ খনি থেকে ৬০ মরদেহ উদ্ধার

ডুয়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত স্বর্ণ খনি থেকে অন্তত ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত স্টিলফন্টেইন শহরের এই খনি থেকে অবৈধ খনি শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রায় ১৪০ কিলোমিটার দূরে এই খনির কাছাকাছি এলাকায় শতাধিক শ্রমিকের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছিলেন স্থানীয়রা। এরপর সোমবার কর্তৃপক্ষ ওই খনিতে অভিযান শুরু করে এবং মৃতদেহ উদ্ধার ও জীবিত শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালায়। পুলিশের বিবৃতিতে বলা হয়, অভিযানে ১০৬ জন জীবিত অবৈধ খনি শ্রমিককে উদ্ধার এবং গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৫১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া আগের দিন আরও ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।

স্টিলফন্টেইন শহরের এই খনি ভূপৃষ্ঠ থেকে ২.৬ কিলোমিটার নিচে অবস্থিত। পুলিশ বিশেষ মেশিনের মাধ্যমে খনি থেকে মৃতদেহ ও জীবিতদের উদ্ধার করার কাজ করছে। স্থানীয়দের ভাষায় এই শ্রমিকদের "জামা জামা" বলা হয়, যারা অবৈধভাবে খনি থেকে স্বর্ণ উত্তোলন করেন।

দক্ষিণ আফ্রিকার সরকার দীর্ঘদিন ধরে অবৈধ খনি শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে, এবং স্থানীয়দের মতে, এই শ্রমিকরা মূলত প্রতিবেশী দেশগুলি থেকে আসা অভিবাসী। পুলিশ ধারণা করছে, খনির ভেতরে আরও অনেক অবৈধ শ্রমিক থাকতে পারেন।

গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্টিলফন্টেইন শহর থেকে দেড় হাজারেরও বেশি অবৈধ খনি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে ১২১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে