ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

‘শাহরুখকে বাড়িতে পেলে কষিয়ে চড় মারতাম’

২০২৫ জানুয়ারি ১৫ ১৬:৫৮:০১
‘শাহরুখকে বাড়িতে পেলে কষিয়ে চড় মারতাম’

ডুয়া ডেস্ক : ভারতীয় সিনেমার ইতিহাসে শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন দুজনই আইকনিক ব্যক্তিত্ব। শাহরুখ খান তাঁর অভিনয় দক্ষতা, রোম্যান্টিক চরিত্রে জাদুকরী উপস্থিতি এবং বহুমুখী অভিনয়ের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়।

অন্যদিকে, ঐশ্বরিয়া রাই বচ্চন তাঁর অতুলনীয় সৌন্দর্য, গ্রেস এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে বলিউড ও আন্তর্জাতিক পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দুজনের পর্দায় রসায়ন দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।

কিন্তু এই জনপ্রিয় জুটির ব্যক্তিগত জীবনে এমন এক ঘটনা রয়েছে যার কারণে তাদের বন্ধুত্বের সম্পর্কে ছেদ পড়েছিল। এমনকি, জল এতদূর গড়িয়েছিল যে ঐশ্বরিয়ার শাশুড়ি তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন চড় মারতে চেয়েছিলেন শাহরুখকে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি তার সেই ইচ্ছেপ্রকাশ করে ফেলেন জয়া বচ্চন।

চলতি শতকের শুরুর দিকে ঝামেলা তৈরি হয়েছিল শাহরুখ-ঐশ্বরিয়ার মাঝে। দু'জনের কেউই এই বিষয়ে প্রকাশ্যে তেমনভাবে মুখ না খুললেও বহু গুঞ্জন শোনা যাচ্ছিল।

অবশ্য ঐশ্বরিয়া এ প্রসঙ্গে একবার খুল্লম খুল্লা জানিয়েছিলেন, এই ঝামেলার ফলে 'বীর জারা', 'চলতে চলতে'-এর মতো শাহরুখের একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে!

যদিও পাল্টা জবাবে শাহরুখ অবশ্য কিছু বলেননি। কিন্তু এমন কিছু মন্তব্য করেছিলেন, যা তথাকথিত শাহরুখোচিত নয়। ফলে বচ্চন পরিবারের সঙ্গে সেই সময়ে তার সম্পর্ক এসে ঠেকেছিল তলানিতে।

২০০৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জয়া বচ্চন কাটা ভাষায় সরাসরি বলেছিলেন, ‘অবশ্যই। শাহরুখের উপর রেগে রয়েছি আমি। ওর সঙ্গে কখনও এই বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু অবশ্যই বলব। যদি ওকে আমি বাড়িতে পেতাম, তাহলে কষিয়ে একটা চড় মারতাম। ঠিক যেমনভাবে আমি আমার ছেলেকেও মারতাম ও যদি এমন কিছু করত।’

অবশ্য কথাশেষে জয়া শাহরুখের প্রতি তার স্নেহর কথাও বলেছিলেন, বচ্চনপত্নী যোগ করেন- ‘ওর প্রতি আমার দুর্বলতা রয়েছে, এটাও ঠিক।’

সময়ের সঙ্গে সঙ্গে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক হয়েছে শাহরুখের। বর্তমানে ঐশ্বরিয়ার সঙ্গে পুরোনো দিনের মতোই বন্ধুত্বের সম্পর্ক কিং খানের।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে