ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা দিল কিরগিজস্তান

২০২৫ জানুয়ারি ১৫ ১৬:৫৩:১৯
বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা দিল কিরগিজস্তান

ডুয়া ডেস্ক: কিরগিজস্তানে পড়াশোনার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার মাধ্যমে তাদের কুরিয়ার কাজ করতে নিষিদ্ধ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বাংলাদেশি শিক্ষার্থী বিশকেকে পড়াশোনার জন্য এসেছে, তাদের শুধু পড়াশোনায় মনোযোগ দিতে হবে এবং কুরিয়ার হিসেবে কাজ করা যাবে না।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নুরবেক আবদিয়েভ জানিয়েছেন, "আমরা যেসব বাংলাদেশি শিক্ষার্থীকে কুরিয়ার হিসেবে কাজ করতে দেখেছি, তাদের জরিমানা করা হয়েছে এবং কুরিয়ারের কাজে ব্যবহৃত স্কুটার জব্দ করা হয়েছে। তারা ট্রাফিক আইন ভঙ্গ করেছে। এখানে পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত।"

তবে, যেসব বাংলাদেশি প্রবাসী শ্রমিক ভিসা নিয়ে কিরগিজস্তানে গেছেন, তাদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। কিরগিজস্তানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি খরচ মেটানোর জন্য বিভিন্ন কাজ করে থাকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে