ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৫ জানুয়ারি ১৫ ১২:১৪:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিভাগের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৭টার মধ্যে আইবিএ-এর পরীক্ষার ফলে রিপোর্ট করতে বলা হয়েছে। একই দিনে নির্বাচিত প্রার্থীদের মূল্যায়নের লিখিত অংশটি অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

এছাড়াও জানানো হয়, প্রার্থীদের অবশ্যই তাদের সাথে নিম্নলিখিত নথিগুলো আনতে হবে: ১. আসল অ্যাডমিট কার্ড, ২. একাডেমিক প্রশংসাপত্রের মূল কপি (গ্রেড শিট, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট এবং প্রশংসাপত্র) এ লেভেল/এইচএসসি বা সমমানের এবং ও লেভেল/এসএসসি বা সমমানের এবং উল্লিখিত প্রতিটি নথির ফটোকপি আনতে হবে (প্রত্যয়ন প্রয়োজন নেই)।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ঢাবির আইবিএ’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে ১০ হাজার ২৭৮ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে