ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত কুবির

২০২৫ জানুয়ারি ১৫ ১০:৫৭:৫৩
গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত কুবির

ডুয়া নিউজ : অবশেষে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. মোহাম্মদ সোলাইমান জানান, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। গুচ্ছের বিভিন্ন সমস্যা পর্যালোচনা করে সিন্ডিকেটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জুলাইয়ের মধ্যেই নতুন বর্ষের ক্লাস শুরু করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতির পরীক্ষায় ফিরে আসার দাবিতে আন্দোলন করছিলেন কুবির শিক্ষার্থীরা। গুচ্ছ থেকে বের হয়ে আসার ঘোষণা না দিলে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে