ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

২০২৫ জানুয়ারি ১৪ ২৩:০৩:৪৬
পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

ডুয়া নিউজ: ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান পদত্যাগের খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সঙ্গে টিউলিপের আর্থিক সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠলে তিনি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিরুদ্ধে কোনো নীতি ভঙ্গের প্রমাণ পাননি। তবে টিউলিপ বলেন, তার মন্ত্রণালয়ে থাকা অবস্থায় সরকার তার কাজের প্রতি মনোযোগ দিতে পারবে না, এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

শেখ হাসিনার সরকার পতনের পরে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘুরে ফিরে আসছে। অভিযোগ ওঠে, তিনি বাংলাদেশের আওয়ামী লীগ নেতা ও ডেভেলপার আবদুল মোতালিফের কাছ থেকে দামি একটি ফ্ল্যাট উপহার হিসেবে নেন।

এছাড়া, আইনজীবী মঈন গণির মাধ্যমে তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তির নামে আরেকটি ফ্ল্যাট উপহার নেন, যা মূলত টিউলিপের পরিবারের ব্যবহৃত হয়ে থাকে।

এ সব বিষয় সাম্প্রতিককালে প্রকাশ পেয়ে গেলে টিউলিপ বিষয়গুলো পূর্বে গোপন রাখার চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনার সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তবে মিডিয়ায় তার ব্লগ ফাঁস হয়ে যায়, যেখানে তিনি শেখ হাসিনার নির্বাচনী বিজয়ে গর্ব প্রকাশ করেছেন।

টিউলিপের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে ৫০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে, যা মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে হয়ে থাকতে পারে। এসব অভিযোগের তদন্ত বাংলাদেশে দুদক এবং বৃটিশ কর্তৃপক্ষ করছে।

অথচ টিউলিপ দীর্ঘদিন এই অভিযোগ অস্বীকার করেন এবং পদে থাকার চেষ্টা করেন। তবে ক্ষমতাসীন দলের অনেক নেতার পাশাপাশি বিরোধী কনজারভেটিভ দলের সদস্যরাও তার পদত্যাগ দাবি করেছিলেন।

টিউলিপ শেখ হাসিনার মতো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলেও, তিনি এখন পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে মনে করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে