ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

জন্মসূত্রে নাগরিকত্ব দেয়া বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৪ ডিসেম্বর ০৯ ১৫:০৬:০৪
জন্মসূত্রে নাগরিকত্ব দেয়া বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভের যে আইন ছিল, তা বাতিল করার ঘোষণা দিয়েছেন দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া, ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প এসব কথা বলেন মার্কিন গণমাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে, যা সম্প্রতি প্রচারিত হয়।

এনবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের জন্য স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার যে প্রক্রিয়া রয়েছে, তা বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে তিনি জানান, যেসব অভিবাসী শিশু যুক্তরাষ্ট্রে এসে অবৈধভাবে বসবাস করছেন, তাদের সহায়তায় ডেমোক্র্যাটদের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য প্রস্তুত।

এছাড়া, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় অংশ নেয়া ব্যক্তিদের ক্ষমা দেয়ার কথা ভাবছেন ট্রাম্প। তিনি বলেন, "এই মানুষগুলো অত্যন্ত কষ্ট ভোগ করছে।"

গত নভেম্বরে নির্বাচনে বিজয়ী হওয়ার পর এই প্রথম কোনো বড় সম্প্রচার নেটওয়ার্কে ইন্টারভিউ দেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

এনবিসির সঙ্গে দীর্ঘ এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তিনি অভিবাসন, জ্বালানি এবং অর্থনীতিসহ নানা বিষয়ে নির্বাহী আদেশ জারি করবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে