ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দেশের তৈরি পোশাকের বাজার ধরতে সুযোগ নিচ্ছে ভারত

২০২৫ জানুয়ারি ১৪ ১৮:৪৪:৪২
দেশের তৈরি পোশাকের বাজার ধরতে সুযোগ নিচ্ছে ভারত

ডুয়া ডেস্ক: বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যা ভারতকে এই খাতে নিজেদের বাজার ধরার সুযোগ করে দিচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ফলে সৃষ্টি হওয়া অস্থিরতার মধ্যে আমদানিকারকরা বিকল্প রপ্তানিকারক খুঁজছেন এবং ভারত এই সুযোগটি কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছে।

ভারতীয় সরকার টেক্সটাইল এবং গার্মেন্টস খাতে আর্থিক সহায়তা ও প্রণোদনার পরিকল্পনা করছে। আগামী বাজেটে টেক্সটাইল মন্ত্রণালয়ের বাজেট ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। ভারতীয় পোশাক রপ্তানি প্রচার কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মিথিলেশ্বর ঠাকুর বলেছেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বিকল্প রপ্তানিকারক খুঁজছে এবং ভারত সেই চাহিদা পূরণে সক্ষম হতে হিমশিম খাচ্ছে।

ভারতে বর্তমানে পোশাক খাতে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ কাজ করছেন। ভারতীয় সরকার পলিয়েস্টার ও ভিসকস ফাইবারসহ টেক্সটাইলের যন্ত্রপাতির ওপর শুল্ক বাতিলের বিষয়টি বিবেচনা করছে। উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভারত নিজেদের পোশাক শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে যা ভারতের জন্য এক নতুন সুযোগ তৈরি করেছে। পশ্চিমা বাজারে প্রায়শই বাংলাদেশের ক্রেতারা এখন ভারত ও ভিয়েতনামের দিকে ঝুঁকছেন যা ভারতের জন্য কাঙ্ক্ষিত সুযোগ হিসেবে কাজ করতে পারে।

তথ্য : রয়টার্স

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে