ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দাবি পূরণে ইউজিসির আশ্বাস; ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত মেরিটাইম শিক্ষার্থীদের

২০২৫ জানুয়ারি ১৪ ১৮:১২:৫৪
দাবি পূরণে ইউজিসির আশ্বাস; ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত মেরিটাইম শিক্ষার্থীদের

ডুয়া নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, সেমিস্টার ফি কমানো এবং স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) আন্দোলন করছেন। তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবন ঘেরাও করে শহীদ শাহাবুদ্দীন রোডে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন। ইউজিসি তাদের দাবির প্রতি মৌখিক সমর্থন জানালেও দাবির পূর্ণাঙ্গ সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে, দুপুরে শিক্ষার্থীরা ইউজিসি ভবনের সামনে অবস্থান নেন এবং শহীদ শাহাবুদ্দীন রোড অবরোধ করেন। অবরোধের প্রায় দেড় ঘণ্টা পর ইউজিসির প্রতিনিধিরা ৭ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে এক ঘণ্টাব্যাপী আলোচনায় বসেন।

ইউজিসি চেয়ারম্যান দেশে না থাকায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের সব দাবির প্রতি একাত্মতা পোষণ করে বলেন, আগামী ২৬-৩০ জানুয়ারির মধ্যে বৈঠক হবে। তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এরপর ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং আগামী ২০ জানুয়ারি বিকেল ৩ টায় বৈঠকের তারিখ নির্ধারণ করেন।

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন সম্পর্কে তিনি জানান, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কার্যক্রম চলমান রয়েছে। নাম পরিবর্তনের অগ্রগতি শীঘ্রই শিক্ষার্থী প্রতিনিধিদের জানিয়ে দেয়া হবে। এছাড়াও তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। এর জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি দ্রুত স্থায়ী ক্যাম্পাস সমস্যার সমাধান হবে।

শিক্ষার্থীরা আপাতত আন্দোলন স্থগিত করলেও ২০ জানুয়ারি পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন এবং শ্রেণি কার্যক্রম বন্ধ রাখবেন। তারা বলেন, ২০ জানুয়ারি পর্যন্ত কোনো ফলপ্রসূ সমাধান না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং তারা এই সেমিস্টারেই সংশোধিত সেমিস্টার ফি বহাল চান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে