ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

যেসব উপায়ে দীর্ঘ সময় চলবে মোবাইল ডাটা

২০২৫ জানুয়ারি ১৪ ১৮:১৯:৩১
যেসব উপায়ে দীর্ঘ সময় চলবে মোবাইল ডাটা

ডুয়া ডেস্ক : অনেকসময় এমন হয় যে মাসব্যাপী ডাটা প্যাকেজ কিনে পুরো মাস চলার আগেই তা শেষ হয়ে যায়। কিছু পদ্ধতি অবলম্বন করলে অতিরিক্তি ডাটা খরচের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

এতে ডাটা অপ্রয়োজনীয়ভাবে খরচ হবে না এবং এটি দীর্ঘ সময় ধরে চলবে।

ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করুন: অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডাটা ব্যবহার করে যা অপ্রয়োজনীয়, এতে দ্রুত ডাটা শেষ হয়ে যায়। ফোনের সেটিংসের ডাটা ইউজেস মেনুতে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডাটা সীমাবদ্ধ করতে পারেন। অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল বা নিষ্ক্রিয় করুন।

অটো-সিঙ্ক ফিচার বন্ধ করুন: বিভিন্ন অ্যাপ যেমন জি-মেইল, গুগল ড্রাইভ এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ অটো-সিঙ্ক চালু রাখে, যা ডাটা দ্রুত শেষ করে দেয়। অটো-সিঙ্ক বন্ধ রাখতে সেটিংস > অ্যাকাউন্টস > অটো-সিঙ্ক ডাটা থেকে এটি বন্ধ করুন।

ভিডিও এবং স্ট্রিমিংয়ের ব্যবহার নিয়ন্ত্রণ করুন: ইউটিউব, নেটফ্লিক্স বা অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভিডিও দেখার সময় ডাটা অনেক দ্রুত শেষ হয়। ভিডিও স্ট্রিমিংয়ের রেজোলিউশন কমিয়ে (যেমন ১৪৪পি বা ৩৬০পি) দেখুন। স্ট্রিমিং এড়িয়ে সম্ভব হলে ডাউনলোড করে দেখুন।

ডাটা সেভার মোড ব্যবহার করুন: গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজারে ডাটা সেভার মোড চালু করুন। এটি ইমেজ বা কন্টেন্ট কমপ্রেস করে কম ডাটা ব্যবহার করে।

সোশ্যাল মিডিয়া অ্যাপের সেটিংস পরিবর্তন করুন: ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো অ্যাপগুলো স্বয়ংক্রিয় ভিডিও প্লে করে, যা বেশি ডাটা খরচ করে। এই ফিচারটি বন্ধ করতে অ্যাপের সেটিংসে গিয়ে অটো-প্লে ভিডিওস অপশন বন্ধ করুন।

ডাটা ব্যবহারের সীমা নির্ধারণ করুন: ডাটা সাশ্রয়ের জন্য আপনার ফোনে একটি ডাটা লিমিট সেট করুন। সেটিংসে গিয়ে Set data warning/limit অপশন ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করুন।

পুশ বিজ্ঞাপন বন্ধ করুন: অনেক অ্যাপ পুশ বিজ্ঞাপন বা নোটিফিকেশনের মাধ্যমে ডাটা খরচ করে। অ্যাপ নোটিফিকেশন বন্ধ করতে সেটিংস > নোটিফিকেশনস থেকে পছন্দসই অ্যাপগুলো নিষ্ক্রিয় করুন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে