ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

‘গলি বয়’-এর সিক্যুয়াল থেকে বাদ পড়ছেন রণবীর-আলিয়া!

২০২৫ জানুয়ারি ১৪ ১৭:৪৪:৩৪
‘গলি বয়’-এর সিক্যুয়াল থেকে বাদ পড়ছেন রণবীর-আলিয়া!

ডুয়া ডেস্ক: জোয়া আখতার পরিচালিত ‘গলি বয়’ ছবির সাফল্য আজও দর্শকের মন ছুঁয়ে আছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই ছবিটি রণবীর সিং এবং আলিয়া ভাটের চমৎকার জুটির কারণে অনেক প্রশংসিত হয় এবং বক্স অফিসে বিপুল আয় করে। তবে এখন শোনা যাচ্ছে, নির্মাতারা ‘গলি বয়’ ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন। তবে এবার আর দেখা যাবে না আলিয়া-রণবীরকে। তাদের বদলে নতুন জুটি নিয়ে আসতে চাইছেন পরিচালক।

গুঞ্জন রয়েছে যে, সিক্যুয়েলটির পরিচালক হিসেবে অর্জুন বরেন সিং দায়িত্ব নিতে যাচ্ছেন। আর এই ছবির জন্য তিনি নতুন একটি জুটিকে তুলে আনতে চাইছেন। ভিকি কৌশল এবং অনন্যা পান্ডেকে নাকি তিনি এই জুটির জন্য নির্বাচন করেছেন। উল্লেখ্য, অর্জুন বরেন সিং এর আগে ‘খো গয়ে হম কঁহা’ পরিচালনা করেছিলেন, যেখানে অনন্যা ছিলেন মূল নায়িকা।

তাঁর মতে, অনন্যা এই ছবির জন্য আদর্শ হতে পারে। জানা গেছে অর্জুন বরেন ‘গলি বয় ২’ ছবির জন্য ভিকিকে আগেই চূড়ান্ত করে ফেলেছেন।

প্রসঙ্গত, ‘গলি বয়’ ছবিটি নির্মাণের জন্য ৮০ কোটি রুপি খরচ হয়েছিল এবং এই ছবিটি প্রায় ২৩০ কোটি রুপি আয় করেছিল। যদিও অস্কারের দৌড়ে এটি শেষ পর্যন্ত থাকেনি, তবে এর সাফল্য বলিউডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। এখন, দর্শকের দৃষ্টি ‘গলি বয় ২’-এর দিকে, যেখানে অর্জুন বরেন সিং নতুন জাদু সৃষ্টি করতে পারেন কিনা, তা দেখার অপেক্ষা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে