ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কোরিয়ার অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে পরিসংখ্যান ব্যুরো

২০২৫ জানুয়ারি ১৪ ১৭:১৪:৩১
কোরিয়ার অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে পরিসংখ্যান ব্যুরো

ডুয়া ডেস্ক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কোরিয়ার অর্থায়নে একটি আধুনিক ডেটা ওয়্যারহাউজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে যা পরিসংখ্যান পরিষেবার সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তথ্য ব্যবহারের অগ্রগতিও নিশ্চিত করবে। এই ডেটা ওয়্যারহাউজের মাধ্যমে সকলের জন্য বিবিএস’র ডেটায় প্রবেশাধিকার উন্মুক্ত হবে। তবে তথ্য সংগ্রহ করতে হলে ব্যবহারকারীদের ল্যাবে এসে ডেটা নিতে হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমেদ।

আগারগাঁওয়ের বিবিএস মিলনায়তনে অনুষ্ঠিত একটি কর্মশালায় এই প্রকল্পের তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং আইসিটি বিভাগের মহাপরিচালক মুহাম্মদ আনোয়ার উদ্দিন। কান্ট্রি ডিরেক্টর কোইকা বাংলাদেশের তাইয়ং কিমও এ সময় বক্তব্য রাখেন।

প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হয়ে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে যার মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে ৩৭.৯২ কোটি টাকা জিওবি ফান্ড থেকে এবং ১০৬.১৫ কোটি টাকা কোইকা থেকে অনুদান হিসেবে আসবে।

প্রকল্পের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে একটি সমন্বিত ডেটা ওয়্যারহাউজ স্থাপন, বিদ্যমান সার্ভার রুমের সংস্কার, বিগ ডেটা প্ল্যাটফর্ম স্থাপন এবং প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন। পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী দেশের পরিসংখ্যানিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, সময়োপযোগী এবং তথ্যচালিত করার ক্ষেত্রে এই ওয়্যারহাউজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পের মাধ্যমে তথ্যভাণ্ডারটি ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে শক্তিশালী করবে। বিগ ডেটা প্ল্যাটফর্মের সাহায্যে একীকরণ, এনক্রিপশন এবং রিয়েল-টাইম প্রক্রিয়াকরণ সক্ষম হবে যা ডেটার কার্যকর ব্যবস্থাপনা ও বিশ্লেষণের সুযোগ প্রদান করবে। সার্ভার ও স্টোরেজ ব্যবস্থাপনায় সুশৃঙ্খলা আনয়ন করে ডেটা অ্যাক্সেস সহজ ও কার্যকর করা হবে যা সময় ও সম্পদের সাশ্রয় করবে।

এছাড়া পরিসংখ্যান সেবা আধুনিকীকরণের জন্য একটি মাস্টার প্ল্যান প্রস্তুত ও তথ্য প্রযুক্তির স্থায়ী ব্যবহারে জনবলের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রকল্প কোইকার কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে