ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

২০২৫ জানুয়ারি ১৪ ১৭:০৫:০৫
বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ
ডুয়া ডেস্ক: যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘নটিংহাম ডেভেলপিং সল্যুশন স্কলারশিপ’ নামে একটি বৃত্তি প্রদান করছে। এই বৃত্তির মাধ্যমে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ রয়েছে। বাংলাদেশসহ আফ্রিকা ও কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় পরিচিতি:নটিংহাম বিশ্ববিদ্যালয় একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়, যা যুক্তরাজ্যের নটিংহামে অবস্থিত। এটি ১৮৮১ সালে নটিংহাম বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যুক্তরাজ্যের পাশাপাশি মালয়েশিয়া ও চীনে অবস্থিত। এখানে পাঁচটি অনুষদ রয়েছে, যার মধ্যে ৫০টিরও বেশি বিদ্যালয়, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্র রয়েছে।

স্নাতকোত্তরের বিষয়:

  • প্রকৌশল
  • মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান
  • বিজ্ঞান
  • সামাজিক বিজ্ঞান

সুযোগ-সুবিধা:নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ বা আংশিক মওকুফ করা হবে।

আবেদনযোগ্য দেশসমূহ:আফ্রিকা (সব জাতি), অ্যাঙ্গুলা, অ্যান্টিগা ও বারমুডা, বাংলাদেশ, বার্বাডোজ, বেলিজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ব্রুনেই, কেম্যান আইল্যান্ডস, ডমিনিকা, ফকল্যান্ড আইল্যান্ডস, ফিজি, জিব্রাল্টার, গ্রানাডা, ভারত, জ্যামাইকা, কিরিবাতি, মালয়েশিয়া, মালদ্বীপ, নাউরু, নেপাল, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, সামোয়া, সোলোমন আইল্যান্ডস, শ্রীলঙ্কা, সেন্ট হেলেনা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, টোংগা, ত্রিনিদাদ ও টোবাগো, ট্রিসটান দা কুনহা, তুর্ক ও কেইকস আইল্যান্ডস, টুভালু ও ভানুয়াতু।

আবেদনের যোগ্যতা:

  • আবেদনকারীকে উপরের তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক হতে হবে।
  • আবেদনকারী আন্তর্জাতিক এবং নতুন শিক্ষার্থী হতে হবে।
  • আবেদনকারীকে নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে।
  • যারা বর্তমানে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা সেখান থেকে স্নাতক করেছেন, তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।

আবেদনের পদ্ধতি ও বিস্তারিত:আবেদন করার জন্য এবং বিস্তারিত তথ্য জানার জন্য এই লিংকে ক্লিক করুন

আবেদন শেষ:১৬ এপ্রিল ২০২৫

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে